অনলাইনে গণতন্ত্র ও মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত
2021-11-19 18:50:44

নভেম্বর ১৯: সম্প্রতি জেনেভায় নিযুক্ত চীন ও রাশিয়ার স্থায়ী প্রতিনিধিদল যৌথভাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার: একযোগে প্রচেষ্টা এবং বহুমাত্রিক বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে। 

তাতে ৫০টিরও বেশি দেশের স্থায়ী প্রতিনিধি, উচ্চ পর্যায়ের কূটনীতিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পণ্ডিত ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। 

জেনেভায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধিদলের চার্জ দ্য অ্যাফেয়ার্স লি সোং বলেন, গণতন্ত্র হচ্ছে মানব জাতির অভিন্ন মূল্যবোধ, মানবাধিকার হচ্ছে বিভিন্ন দেশের জনগণের অভিন্ন স্বপ্ন ও চাহিদা। গণতন্ত্র ও মানবাধিকার কোনো অলঙ্কার নয়। তা হচ্ছে বিভিন্ন দেশের জনগণের অভিন্ন অধিকার। 

তিনি বলেন, যে কোন রূপে হোক না কেনো, জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে প্রকৃত গণতন্ত্র। কেবল জনগণকে কেন্দ্র করেই সত্যিকারের সার্বিক মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়।

তিনি আরো বলেন, একটি দেশে গণতন্ত্র রয়েছে কি না, তা সে দেশের জনগণ ভালো বলতে পারে। 
(আকাশ/এনাম/রুবি)