কম্বোডিয়ায় পৌঁছালো চীনের টিকা-সহায়তার সপ্তম চালান
2021-11-19 10:43:32

নভেম্বর ১৯: সম্প্রতি কম্বোডিয়ায় পৌঁছেছে চীনের টিকা-সহায়তার সপ্তম চালান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, চীন নিজের কঠিন সময়েও কম্বোডিয়াকে টিকা-সহায়তা দিয়েছে। এতে অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার ব্যাপারে চীনের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

মুখপাত্র আরও বলেন, চীন ও কম্বোডিয়া পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই দু’দেশ মহামারী মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে আসছে। প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বে কম্বোডিয়া ইতোমধ্যেই জাতীয় টিকাদান পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়ন করেছে।  চীন দেশটিকে টিকা ও মহামারী-প্রতিরোধক সামগ্রী সরবরাহ অব্যাহত রাখবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)