লিথুয়ানিয়ায় ‘তাইওয়ান কার্যালয়’: চীনের তীব্র প্রতিবাদ
2021-11-19 10:45:26

নভেম্বর ১৯: লিথুয়ানিয়ায় তথাকথিত ‘তাইওয়ান কার্যালয়’ স্থাপনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান কর্তৃপক্ষকে তথাকথিত কার্যালয় স্থাপনের অনুমতি দিয়ে লিথুয়ানিয়া ‘একচীন নীতি’ লঙ্ঘন করেছে।

কোনো দেশের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ একেবারেই ঠিক নয়: চীন_fororder_wjb

বিবৃতিতে বলা হয়, লিথুয়ানিয়ার সরকার চীনের দৃঢ় আপত্তি উপেক্ষা করে ওই সিদ্ধান্ত নিয়েছে, যা দু’দেশের যৌথ কূটনৈতিক ইশতাহারেরও পরিপন্থি। তা ছাড়া, এ সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতার প্রতি চ্যালেঞ্জস্বরূপ এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। এর পরিণতি ভালো হবে না এবং চীন নিজের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সারা বিশ্বে কেবল একটি চীন আছে; তাইওয়ান সেই চীনের অবিচ্ছেদ্য অংশ। আর গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার। লিথুয়ানিয়াকে অবিলম্বে এ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না-হলে, চীন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। পাশাপাশি, তাইওয়ান কর্তৃপক্ষকেও বিচ্ছিন্নতাবাদী অপতত্পরতা থেকে বিরত থাকতে তাগিদ দেয় বেইজিং। (সুবর্ণা/আলিম/মুক্তা)