১৮০ দেশ ‘একচীন নীতি’ মেনে চলে; রাজনৈতিক কারসাজি ব্যর্থ হবে: চীন
2021-11-19 18:49:07

নভেম্বর ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান  আজ (শুক্রবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে গতকাল অনুষ্ঠিত জাতিসংঘের ১৭৫৮ নম্বর প্রস্তাব-বিষয়ক আন্তর্জাতিক সেমিনার প্রসঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, সেমিনারে যোগ দেয়া দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মনে করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ১৭৫৮ নম্বর প্রস্তাব গণপ্রজান্ত্রী চীন সরকারই তাইওয়ানসহ গোটা চীনের একমাত্র বৈধ সরকার বলে নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞরা আরো মনে করেন, আর ২৭৫৮ নম্বর প্রস্তাব একচীন নীতিকে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি হিসেবে নিশ্চিত করেছে, ফলে একে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না।

কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণা ‘বিশ্বে রয়েছে একটিমাত্র চীন দেশ, এবং তাইওয়ান চীনের অবিচ্ছিন্ন একটি অংশ’ নীতির আইনগত স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘের ২৭৮৫ নম্বর প্রস্তাবের স্বীকৃতির প্রক্রিয়া দেখে বোঝা যায়, তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত আন্তর্জাতিক প্রতিনিধিত্বের অধিকার একেবারে প্রত্যাখ্যাত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কোন কোন দেশের জাতিসংঘে চীন ও তাইওয়ানের দ্বৈত প্রতিনিধিত্ব ও দুটি চীনের প্রস্তাবের অপচেষ্টা সফল হবে না। (শিশির/এনাম/রুবি)