যুক্তরাষ্ট্রের ‘তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আইন’ অবৈধ ও অকার্যকর: চীন
2021-11-19 10:52:27

নভেম্বর ১৯: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আইন’ গুরুতরভাবে ‘একচীন নীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যুক্ত ইশতাহার’ লঙ্ঘন করেছে। আসলে, দেশটির অভ্যন্তরীণ আইন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রযোজ্য নয়; এটা অবৈধ ও অকার্যকর।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কার্যকরভাবে ‘একচীন নীতি’ এবং ‘চীন-মার্কিন তিনটি যুক্ত ইশতাহার’ মেনে চলা। এতে চীন-মার্কিন সম্পর্ক স্বাভাবিক হবে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাও বজায় থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি জাপান সফরকালে মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটির নেটওয়ার্ক নিরাপত্তা উপদেষ্টা ও প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-সহকারী বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আইন’ অনুযায়ী, মার্কিন সরকার তাইওয়ানকে অনলাইন খাতসহ বিভিন্ন খাতে নিরাপত্তা দেবে।   (প্রেমা/আলিম/ছাই)