চীনা উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৃটিশ ব্যবসায়ীর সাক্ষাত
2021-11-19 15:52:51

নভেম্বর ১৯: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য গতকাল (বৃহস্পতিবার) বেইজিং সফররত বৃটেনের জারডাইন কোম্পানির নির্বাহী চেয়ারম্যান বেনজেমিং কেসউইকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

লিউ হ্য বলেন, চীন-বৃটেনের বাস্তব  আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা দুদেশ ও তাদের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে বৈদেশিক উন্মুক্তকরণ বাড়াবে এবং বিদেশী কোম্পানিগুলোকে একটি ন্যায্য বাজার সরবরাহ করবে।

কেসউইক বলেন, চীন সফলভাবে মহামারি মোকাবিলা করে এবং অর্থনৈতিক শক্তিতে পরিপূর্ণ হয়েছে,  তা তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।

তাঁর কোম্পানি চীনা বাজারকে অনেক গুরুত্ব দেয় এবং চীনে ব্যবসা প্রসারিত করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (শিশির/এনাম/রুবি)