ইন্টারনেট সভ্যতা সম্মেলনে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন বার্তা
2021-11-19 14:37:17

নভেম্বর ১৯: প্রথম ইন্টারনেট সভ্যতা সম্মেলন আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ে শুরু হয়েছে।

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে এক অভিনন্দন বার্তা পাঠান।

 

বার্তায় সি চিন পিং বলেন, ইন্টারনেট সভ্যতা নতুন পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক সভ্যতা এবং শক্তিশালী দেশ গঠনে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে চীন ইন্টারনেট ইস্যুতে গঠনমূলক ও ইতিবাচক এবং ইন্টারনেট সভ্যতা গঠনে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

 

তিনি বলেন, সবার উচিত অনলাইন ও অফলাইনের মিশ্র উন্নয়ন শক্তি বাড়ানো।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনের সম্প্রচারমন্ত্রী হুয়া খুন মিং প্রেসিডেন্ট সি’র অভিনন্দন বার্তা পড়ে শুনিয়েছেন। (রুবি/এনাম/শিশির)