চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ওইসিডি’র অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে
2021-11-19 10:53:19

নভেম্বর ১৯: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র ৩৮টি দেশের মোট অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এ সময়কালে ওইসিডি’র অর্থনীতি মহামারীর আগের মান ছাড়িয়ে যায়। গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের প্যারিসে অবস্থিত ওইসিডি’র সদর দফতর থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এ কথা জানানো হয়।

রিপোর্টে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিকের বৃদ্ধির গতি কিছুটা ধীর ছিল।

রিপোর্টে আরও বলা হয়, ২০১৯ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২১ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত সংস্থার জিডিপি ০.৫ শতাংশ বেড়েছে। তবে, সংস্থার জিডিপি’র বৃদ্ধি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ১.৭ শতাংশ থেকে কমে তৃতীয় প্রান্তিকে ০.৯ শতাংশ হবে। (প্রেমা/আলিম/ছাই)