জার্মান চ্যান্সেলর বরাবরই চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছেন: চীনা মুখপাত্র
2021-11-19 10:45:10

জার্মান চ্যান্সেলর বরাবরই চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছেন: চীনা মুখপাত্র_fororder_433938635482744875

নভেম্বর ১৯: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বরাবরই চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তিনি ১২ বার চীন সফর করেছেন এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেইজিং তাঁর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

‘চীন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা ঠিক হবে না’ শীর্ষক যে-মন্তব্য সম্প্রতি মার্কেল করেছেন, সে-সম্পর্কে চীনা মুখপাত্র আরও বলেন, বিশ্বায়নের এই যুগে পারস্পরিক সম্মান, যোগাযোগ ও সহযোগিতা; ন্যায্যতার চর্চা; অভিজ্ঞতার বিনিময়; এবং সকল দেশের অভিন্ন কল্যাণে কাজ করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল প্রবণতা। একে অস্বীকার করবার কোনো উপায় নেই। (ছাই/আলিম/ওয়াং হাইমান)