‘সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলই সিনচিয়াং নিয়ে আলোচনার মূল বিষয়’
2021-11-19 11:03:26

নভেম্বর ১৯: সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলই সিনচিয়াং নিয়ে আলোচনার মূল বিষয়। গত বুধবার সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করা হয়। প্রেস ব্রিফিংয়ে সিনচিয়াংয়ের সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূল অভিযানের অভিজ্ঞতাও তুলে ধরা হয়।

    এ সম্পর্কে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান বেইজিংয়ে আরও বলেন, সিনচিয়াং সরকারের প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট ৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে, সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলের ক্ষেত্রে: আন্তর্জাতিক সন্ত্রাসদমন নীতি মেনে চলা হয়েছে; প্রচলিত স্থানীয় আইন মেনে চলা হয়েছে; সন্ত্রাসদমন কার্যক্রম চলাকালে মানবাধিকার রক্ষা করা হয়েছে; সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলের সঙ্গে বিশেষ অঞ্চল, জাতি বা ধর্মকে সংযুক্ত করা হয়নি; নম্রতার সাথে শাস্তির সমন্বয় এবং প্রতিরোধ ও শিক্ষার মাধ্যমে সন্ত্রাসবাদ থেকে লোকজনকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে; স্থানীয়দের জীবিকা নিশ্চিত ও উন্নত করায় যথাসাধ্য চেষ্টা চালানো হয়েছে; এবং আন্তর্জাতিক সন্ত্রাসদমন কার্যক্রমে অংশগ্রহণের নীতি মেনে চলা হয়েছে।  (প্রেমা/আলিম/ছাই)