অর্থনীতিবিদ ও শিল্পপতিদের সভায় চীনা প্রধানমন্ত্রী
2021-11-19 19:07:13

নভেম্বর ১৯: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অর্থনীতিবিদ ও শিল্পপতিদের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন।

 

আজ (শুক্রবার) অনুষ্ঠিত সভায় তিনি পরবর্তী অর্থনৈতিক কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞদের অভিমত শুনেছেন।

 

লি খ্য ছিয়াং বলেন, চলতি বছর চীন তার বেশ কয়েকটি স্থানে গুরুতর বন্যা, পাইকারী দ্রব্যের দ্রুত বৃদ্ধি, এবং বিদ্যুত ও কয়লার অভাবসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।

 

তিনি বলেন, তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বাধীন সিপিসির কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে, এবং বিভিন্ন পক্ষের নানা নির্দেশনা অনুযায়ী অর্থনীতির পুনরুদ্ধার করেছে চীন।

 

চলতি বছরের প্রধান প্রধান লক্ষ্য বাস্তবায়ন এবং কর্মসংস্থানও নির্দিষ্ট সময়ের আগে বাস্তবায়িত হবে বলে মনে করেন চীনা প্রধানমন্ত্রী।

 

লি খ্য ছিয়াং আরও বলেন, বিভিন্ন পক্ষের উচিত সব শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং তাদের কষ্ট কাটিয়ে উঠতে সহযোগিতা করা। (রুবি/এনাম)