মার্কিন সংস্থার চীনসম্পর্কিত রিপোর্টে অজ্ঞতা ও বিদ্বেষ প্রকাশ পেয়েছে: চীনা মুখপাত্র
2021-11-19 10:51:25

নভেম্বর ১৯: সম্প্রতি মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের চীনসম্পর্কিত রিপোর্টে ভুল তথ্য ও বিদ্বেষপূর্ণ কথা বলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, কমিশনটি বছরের পর বছর ধরে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে; চীন-মার্কিন সম্পর্ক বিনষ্টে ভূমিকা রাখছে। সংস্থাটির উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা থেকে বের হয়ে আসা এবং চীন-মার্কিন পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করতে কাজ করা। (প্রেমা/আলিম/ছাই)