কোনো দেশের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ একেবারেই ঠিক নয়: চীন
2021-11-19 10:43:24

নভেম্বর ১৯: বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ও আদান-প্রদান হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি অনুসারে। কোনো দেশেরই উচিত নয় অন্য দেশের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। সম্প্রতি ইরিত্রিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র   চাও লি চিয়ান।

মুখপাত্র বলেন, কোনো দেশের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এবং সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ও গণজীবিকার ওপর তার গুরুতর নেতিবাচক প্রভাবও পড়ে। এ কারণেই আন্তর্জাতিক সমাজ কখনই একতরফা শাস্তিমূলক ব্যবস্থাকে মেনে নেয় না। চীন আশা করে, মার্কিন প্রশাসন আফ্রিকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

উল্লেখ, গত ১২ নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে ইরিত্রিয়ার প্রতিরক্ষা বাহিনী, ক্ষমতাসীন ইরিত্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্ট এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টাসহ ৪টি প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)