চীন ও রাশিয়া সত্যিকারের বন্ধু: চাও লি চিয়ান
2021-11-19 18:48:07

নভেম্বর ১৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন-রুশ সম্পর্ক নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, এটি হল চীনের সম্পর্কের উপর রাশিয়ার, বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের, বিশেষ গুরুত্বের প্রতিফলন। চীন ও রাশিয়া অবিচ্ছেদ্য ও অলঙ্ঘনীয় সত্যিকারের বন্ধু।

জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন চীন-রুশ সম্পর্ক নিয়ে উচ্চ মূল্যায়ন করেন।

এসময় রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রুশ-চীন সার্বিক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ক হল একবিংশ শতাব্দীতে দুদেশের মধ্যে কার্যকর সহযোগিতার দৃষ্টান্ত।

তিনি বলেন, যদিও সব দেশ চীন-রুশ সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন চায়- এমন নয়। তবে রাশিয়া চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিকসহ নানা সহযোগিতা আরো জোরদার করবে।

এ প্রঙ্গে চাও লি চিয়ান বলেন, দুদেশ নিজ নিজ অবস্থা অনুযায়ী দীর্ঘসময়ের কৌলগত সিদ্ধান্ত নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করছে।

 

তিনি বলেন, ‘আমরা কোন ছোট গ্রুপ তৈরি করি না এবং বিচ্ছিন্নতাবাদে জড়ায় না। চীন ও রাশিয়ার নেতাদের নির্দেশনা অনুসারে একসাথে মতাদর্শ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক পার্থক্য অতিক্রম করে নতুন ধরনের বড় দেশের সম্পর্ক গড়ে তুলবো আমরা’। (শিশির/এনাম/রুবি)