বিভিন্ন ভাষায় প্রকাশিত সি চিন পিংয়ের গ্রন্থাবলী নিয়ে বেইজিংয়ে অনুষ্ঠান
2021-11-18 13:31:53

নভেম্বর ১৮: গতকাল (বুধবার) শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোতে ব্যবহৃত ভাষায় প্রকাশিত চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গ্রন্থগুলো নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বেইজিংয়ে। সি চিন পিংয়ের ‘দেশ-প্রশাসন’ শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ডের হিন্দি, পশতু, পালি, সিংহলি ও উজবেক ভাষায় অনূদিত গ্রন্থগুলো অনুষ্ঠানে স্থান পায়।

সি চিন পিংয়ের গ্রন্থে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতিফলন ঘটেছে। এতে সিপিসি’র আত্মউন্নয়ন ও দেশ-প্রশাসনে শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চীনের উন্নয়নকে বিশ্বের জন্য নতুন সুযোগ বলেও গ্রন্থে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে বলা হয়, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই গ্রন্থের মাধ্যমে চীন ও চীনা কমিউনিস্ট পার্টিকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে।

শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব ভ্লাদিমির ইমামোভিচ নরভসহ বিদেশি অতিথিরা বলেছেন, প্রেসিডেন্ট সি’র গ্রন্থগুলোতে চীনের উন্নয়নের তত্ত্ব ও নীতিমালার ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেশ-প্রশাসনে তাঁর অগ্রসর চিন্তাধারাও এতে তুলে ধরা হয়েছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)