ভারতের রাজধানীতে গুরুতর বায়ুদূষণের কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
2021-11-18 13:56:24

নভেম্বর ১৮: গুরুতর বায়ুদূষণের কারণে, ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ভারতের বায়ু গুণগত মান প্রশাসন কমিটি এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করে।

পাশাপাশি, আগামী ২১ নভেম্বর পর্যন্ত সকল সরকারি-বেসরকারি কার্যালয়ের কমপক্ষে ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ২১ নভেম্বরের আগ পর্যন্ত রাজধানীর বিভিন্ন নির্মাণকাজও স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুসারে, রেলপথ, পাতাল রেল, বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত কার্যক্রম ও প্রকল্পের কাজ অব্যাহত থাকবে।  আর রাজধানীর ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধু ৫টি চালু থাকবে। এ ছাড়া, প্রয়োজনীয় পণ্যদ্রব্য বহনকারী ট্রাক ছাড়া অন্যান্য ট্রাকের রাজধানীতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)