এগিয়ে চলছে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি
2021-11-18 16:34:43

নভেম্বর ১৮: রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব ও মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা-বিষয়ক সহকারী ফোনালাপ করেছেন।

এসময় দুদেশের পারস্পরিক আস্থা জোরদারে একমত হয় দুপক্ষ। রাশিয়ার তথ্য ব্যুরো গতকাল (বুধবার) এ তথ্য জানায়।

ফোনালাপে  রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে একমত হয়। দুদেশের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের প্রস্তুতি এগিয়ে নিতে এই ফোনালাপ হয়।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষ দিকে ভিডিও সম্মেলনে মিলিত হবেন এবং ২০২২ সালের শুরুতে মুখোমুখি বৈঠক করবেন।

রুশ-মার্কিন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এগিয়ে নিতে এই দুই প্রতিনিধি ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। এর আগেও তারা ছয়বার ফোনালাপ এবং একবার বৈঠক করেছেন। (শিশির/এনাম/রুবি)