মানবিক সংকট বর্তমান আফগানিস্তানের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি
2021-11-18 14:46:17

নভেম্বর ১৮: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (বুধবার) আফগানিস্তান-বিষয়ক উন্মুক্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চা চুন সভায় বলেন, মানবিক সংকট বর্তমানে আফগানিস্তানে সবচেয়ে জরুরি ও কঠোর চ্যালেঞ্জ। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ও বিশ্ব খাদ্য পরিকল্পনা দপ্তর সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির অর্ধেক মানুষ একেবারে না খেয়ে থাকে এবং ৯৫ শতাংশ পরিবার পেট ভরে খেতে পারছে না।

 

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তান বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরে আসার সন্ধিক্ষণে রয়েছে। দেশটি  এখন মানবাধিকার, অর্থনীতি, সন্ত্রাস দমন, ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

 

তিনি বলেন, এমতাবস্থায় আন্তর্জাতিক সমাজের উচিত সংহতি জোরদার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

 

চাং চুন আরো বলেন, জাতিসংঘের উচিত সমন্বয়ের ভূমিকা জোরদার করা। দীর্ঘকালীন আফগানিস্তানের অভ্যন্তরীণ বাজার পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় তার অংশগ্রহণে সহায়তা করা।

 

তিনি বলেন, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আফগানিস্তানকে অর্থসংগ্রহে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে চীন।

 

(রুবি/এনাম/শিশির)