চীনে প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের সভাপতিত্বে রাষ্ট্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
2021-11-18 10:46:55

নভেম্বর ১৮: গতকাল (বুধবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং রাষ্ট্রীয় পরিষদের একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। সভায় ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ অনুসারে দেশের রাজনৈতিক তথ্যায়ন পরিকল্পনা ত্বরান্বিত করা, দ্রুততার সাথে বিভিন্ন পর্যায়ে ডিজিটাল সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং রাজনৈতিক পরিষেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বলা হয়, কয়লাসৃষ্ট দূষণ মোকাবিলার জন্য এর উচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, সবুজ নিম্ন-কার্বন উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

সভায় আরও বলা হয়, রাজনৈতিক তথ্যায়ন ত্বরান্বিত করা সরকারি প্রশাসনের কার্যকারিতা বাড়ানো ও সরকারি পরিষেবার মান উন্নত করার গুরুত্বপূর্ণ অংশ। ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ বাস্তবায়নকালে, বিভিন্ন পর্যায়ে ডিজিটাল সরকার প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করার মাধ্যমে, সরকারি সেবার মান আরও উন্নত করতে হবে।

সভায় জোর দিয়ে বলা হয়, চীনের বাস্তব অবস্থা বিবেচনায় রেখে কয়লাসৃষ্ট দূষণ যথাসম্ভব কমিয়ে আনতে হবে এবং এক্ষেত্রে ২০০০০ কোটি ইউয়ান ঋণ বরাদ্দের মাধ্যমে সবুজ নিম্ন-কার্বন উন্নয়নে ভূমিকা রাখতে হবে। (প্রেমা/আলিম/ছাই)