সিপিসির বিংশ গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি
2021-11-18 19:58:57

নভেম্বর ১৮: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঊনবিংশ গণকংগ্রেসের ষষ্ঠ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে।

 

তাতে সিপিসির আগামী তথা বিংশ গণকংগ্রেস ২০২২ সালের শেষার্ধে বেইজিংয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

সম্প্রতি সিপিসি’র কেন্দ্রীয় কমিটি বিংশ গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তাতে নির্বাচন পরিচালনার যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে

 

সিপিসি’র বিংশ গণকংগ্রেস হবে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশে প্রবেশ এবং দ্বিতীয় একশ বছরের লক্ষ্য বাস্তবায়নের যাত্রা শুরুর যুগ-সন্ধিক্ষণে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। তাই বিংশ গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে চালানো সম্মেলনটির গুরুত্বপূর্ণ ভিত্তি। সিপিসির কেন্দ্রীয় কমিটি নির্বাচনকাজের ওপর গুরুত্বারোপ করেছে

 

সিপিসির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিংশ গণকংগ্রেসে প্রতিনিধির সংখ্যা হবে ২,৩০০ জন। তাঁরা নিখিল চীনের ৩৮টি নির্বাচনী ইউনিট থেকে নির্বাচিত হবেন

(রুবি/এনাম/শিশির)