ইইউ’র উচিত চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা: মার্কেল
2021-11-18 14:46:49

নভেম্বর ১৮: চীন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা হবে একটি ভুল সিদ্ধান্ত। তাই ইউরোপীয় ইউনিয়েনর (ইইউ) উচিত চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা।

 

বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গতকাল (বুধবার) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

 

জার্মানিতে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক মঞ্চ থেকে সরে যাবেন মার্কেল। তাই নতুন সরকারের প্রতি তিনি যুক্তরাষ্ট্র  ও চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পরামর্শ দেন।

 

তিনি বলেন, চীনে রয়েছে সুষ্ঠু প্রযুক্তিগত গবেষণা ও কার্যকর শিল্প। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রে চীন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

 

(রুবি/এনাম/শিশির)