চীন-রুশ জ্বালানিসম্পদ সহযোগিতা কমিটির অষ্টাদশ সভা অনলাইনে অনুষ্ঠিত
2021-11-18 11:12:22

নভেম্বর ১৮: গতকাল (বুধবার) চীন-রুশ জ্বালানিসম্পদ সহযোগিতা কমিটির অষ্টাদশ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং এবং রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক যৌথভাবে এতে সভাপতিত্ব করেন।

সভায় হান চেং বলেন, জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা চীন ও রাশিয়ার বাস্তব সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মহামারীর মধ্যেও এই খাতে দু’দেশের মধ্যে বাণিজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এসময় জ্বালানিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নে তিন-দফা পরামর্শ দেন তিনি। তিনি বলেন, পারমাণবিক জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা গভীরতর করতে, প্রাকৃতিক গ্যাস ও তেল-পাইপলাইনের নির্মাণকাজে সহযোগিতা জোরদার করতে, এবং নবায়নযোগ্য জ্বালানিসম্পদ খাতে উদ্ভাবন বাড়াতে দু’পক্ষকে একযোগে কাজ করতে হবে। তিনি বৈশ্বিক জ্বালানিসম্পদ প্রশাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রুশ-চীন সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

এসময় রুশ মন্ত্রী বলেন, মহামারীর মধ্যেও দু’দেশ জ্বালানিসম্পদ খাতে সহযোগিতায় অতুলনীয় সাফল্য অর্জন করেছে। চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী রাশিয়া। (সুবর্ণা/আলিম/মুক্তা)