করোনাভাইরাসের উত্স অনুসন্ধানে অপরাজনীতি বন্ধ করতে হবে: চীন
2021-11-17 19:33:55

নভেম্বর ১৭: চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি সান আজ (বুধবার) ভিডিও সংযোগের মাধ্যমে ২০২১ সালের উদ্ভাবনী অর্থনীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন। 

ওয়াং ছি সান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখন পরিবর্তন হচ্ছে, মহামারী এখনো ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় সিপিসি ও চীন সরকার আন্তর্জাতিক মহামারী প্রতিরোধ সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবায়ন, দায়িত্ব গ্রহণ, এবং বৈশ্বিক মহামারী প্রতিরোধের জন্য বিরাট অবদান রেখে চলছে। 

তিনি বলেন, চীন বিশ্বকে একা ছেড়ে দিতে পারে না, বিশ্বও চীনকে একা ছাড়তে পারে না। চীন তার সংস্কার ও উন্মুক্তকরণ আরো জোরদার করতে প্রতিজ্ঞাবদ্ধ। 

তিনি আরো বলেন, চীন বিশ্বকে আরো বেশি সুযোগসুবিধা প্রদান করবে এবং উন্মুক্ত বিশ্বের অর্থনীতি প্রতিষ্ঠা ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকে এগিয়ে নেবে। 

তিনি জোর দিয়ে বলেন, ‘বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের একাধিক সমস্যার মুখে আমাদের উচিত হাতে হাত রেখে একযোগে মহামারী প্রতিরোধ, এবং বিশ্বব্যাপী টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা’। 

চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, সবার উচিত করোনাভাইরাসের উত্স অনুসন্ধানের বিষয়ে অপরাজনীতির বিরোধিতা করা এবং একযোগে মানবজাতির স্বাস্থ্য কমিউনিটি প্রতিষ্ঠাকে এগিয়ে নেয়া।

(আকাশ/এনাম/রুবি)