মার্কিন সন্ত্রাস দমন নীতি বিশ্বে দুর্যোগ তৈরি করেছে: চীন
2021-11-17 17:14:35

নভেম্বর ১৭: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এক প্রেস ব্রিফিং আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

আঞ্চলিক সরকারের মখুপাত্র স্যু কুই সিয়াং বলেন, সিনচিয়াংয়ে সন্ত্রাস দমন, এবং চরমপন্থা নির্মূলসহ নানা ব্যবস্থা সেখানকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে বেগবান করেছে।

 

তিনি বলেন, বিভিন্ন জাতির মানুষ সুখী ও নিরাপদ জীবন উপভোগ করছেন। তবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন তত্পরতা কিছু দেশ ও অঞ্চলে দাঙ্গা সৃষ্টি করেছে।

 

সিনচিয়াং অঞ্চলের গণনিরাপত্তা বিভাগের মহাপরিচালক ইয়ালিকুন ইয়াকুফু বলেন, সন্ত্রাস দমনের অজুহাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে মার্কিন সন্ত্রাস দমন তত্পরতার বাস্তবতা। ফলে গত ২০ বছরে সন্ত্রাসবাদের হুমকি বিলুপ্ত হয়নি, ববং আরো বিস্তৃত হয়েছে। (রুবি/এনাম/শিশির)