দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বড় অবদান রাখে দক্ষ জনবল: চীনা রাষ্ট্রদূত লি জিমিং

2021-10-20 19:55:02cri

দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বড় অবদান রাখে দক্ষ জনবল: চীনা রাষ্ট্রদূত লি জিমিং_fororder_1020-5

ঢাকা, অক্টোবর ২০: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে দক্ষ জনবল তৈরি ও অবকাঠামো নির্মাণের উপর।

বুধবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই -অ্যাবকা আয়োজিত দারিদ্র্য বিমোচনে চীন বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

তিনি জানান, এক সময়ের দারিদ্র্য পীড়িত অঞ্চল ইউনান প্রদেশের উন্নয়নে চীন সরকার বিনিয়োগ করেছে প্রায় ৫৬ বিলিয়ন ইউয়ান। নির্মাণ করা হয়েছে ২৬ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সক্রিয় করা হয়েছে ৭০০'র বেশি ওয়ার্কশপ। এসবের মধ্য দিয়ে প্রায় ৪ হাজার দক্ষ জনশক্তি তৈরি করেছে চীন সরকার। এসব জনশক্তির সহযোগিতায় এই প্রদেশে গড়ে তোলা হয়েছে কয়েকশ হাসপাতাল, হেলথ কেয়ার ইউনিট স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামো।

চীন বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে তিনি বলেন, 'দারিদ্র্য বিমোচনে বাংলাদেশও এখন বিশ্বে আদর্শ হয়ে উঠেছে'।

ওয়ার্ল্ড ব্যাংকের উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, 'গেল দুই দশকে প্রায় আড়াই কোটি মানুষকে দারিদ্র্যের শৃংখল থেকে বের করে এনেছে বাংলাদেশ।'

'বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীন সরকারের বন্ধুত্বের হাত সবসময় প্রসারিত থাকবে।

অভি/ সাজিদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আয়োজনে সভাপতিত্ব করেন অ্যাবকা প্রেসিডেন্ট ও চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।

© China Radio International.CRI. All Rights Reserved.

16A Shijingshan Road, Beijing, China. 100040