‘তারার আলো’
2021-08-04 14:01:01

‘তারার আলো’_fororder_sun

১৯৬৯ সালের ১৪ জানুয়ারি চীনের শায়ানসি প্রদেশের সিয়ান শহরে জন্মগ্রহণ করেন সুন হাও। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত-মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেতাও বটে।

 

১৯৯০ সালে সুন হাও নিজের প্রথম চলচ্চিত্র ‘সুপারস্টারে’ প্রধান চরিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে তিনি অভিনয়-জগতে পা রাখেন। ১৯৯৭ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘পুরোনো বন্ধু, তুমি ভালো আছো?’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সুন হাও-এর গান ‘তারার আলো’। গানের কথায় বলা হয়: প্রত্যেক হৃদয়ের চোখ আছে, জীবনের প্রজন্মের দৃশ্য আছে। যেন নতুনের মতো সাদা, বসন্ত বাতাসের মতো উষ্ণ। আকাশে তারার আলো, সাহস দেয়। এই সব আলো, আদর্শের পথ উজ্জ্বল করে দেয়। আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুন হাও-এর গান ‘সূর্যাস্তের সময় সূর্যোদয়ের ফুল তুলি’। গানের কথাগুলো এমন: ‘সূর্যাস্তের সময় সূর্যোদয়ের ফুল তুলি, একাকী মানুষ বৃষ্টি ও বাতাসের পর একাই থাকে। মাথা ঝিমঝিম করা হাসি তোমার আছে কি? পিছন থেকে দেখলে সময় ধীরে বয়ে যায়। আগের সময় আবারও মনে ভেসে আসে। আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুন হাওয়ের কণ্ঠে ‘আমাদের মহান চীনা জাতি’। গানের কথাগুলো এমন: ছোটবেলা থেকে জানি, সুদূর পূর্বে একটি ড্রাগন আছে। ছোটবেলা থেকে জানি, হান, তিব্বত, হুই, মিয়াও ও মঙ্গোলীয় জাতি। ছোটবেলা থেকে জানি, ইয়াংসি নদী কত আকর্ষণীয়। ছোটবেলা থেকে জানি, হলুদ নদী কত মহান। একটি কণ্ঠ আমাদের কানে কানে, আমাদের মহান চীনা জাতি। আচ্ছা, শুনুন এই গানটি।

 

শ্রোতাবন্ধুরা, এবারের গানের নাম ‘উজ্জ্বল চাঁদের দিকে তাকাই’। গানের কথায় বলা হয়: পাহাড়ের বাইরে পর্বত, পর্বতের বাইরে রোদ-ঝলমলে আকাশ। আকাশের বাইরে তোমাকে আমার স্মৃতি। স্মৃতি সবসময় মনের ভিতরে, মনের ভিতরে গতকালের কথা। প্রতিদিন রাতে উজ্জ্বল চাঁদের দিকে তাকাই, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন  সুন হাও-এর গান ‘গর্বের বাতাস’। গানের কথায় বলা হয়: গর্বের বাতাস, তুমি কোথায় থেমে যাও। যৌবনের ফুলগুলো, গল্পটি সবসময়, মরে যাওয়ার সময় আবারও ফোটে। আগামীকালের মানুষ, সময় পার হয়ে যাবে। যদি না যাও, তাহলে হৃদয় এখানে রাখো।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন হাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)