‘তোমার কোমলতা আমি বুঝতে পারি না’
2021-06-02 15:50:39

‘তোমার কোমলতা আমি বুঝতে পারি না’_fororder_src=http___www.v3wall.com_wallpaper_1680_1050_0912_1680_1050_20091231015237748796&refer=http___www.v3wall

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন লিন। তিনি তার আবেগপূর্ণ গানের জন্য পরিচিত। গত শতাব্দীর ৯০ দশকে চীনের সবচেয়ে জনপ্রিয় গায়িকা ছিলেন তিনি। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ছেন লিনের একটি জনপ্রিয় গান ‘হার্টবিট’।গান ১

ছেন লিন ১৯৭০ সালে চীনের ছোংছিং শহরের ফেংচে জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তিনি সিছুয়ান প্রদেশের নৃত্য অ্যাকাডেমিতে ভর্তি হন এবং অপেরা শিখেন। ১৯৮৮ সালে তিনি সিছুয়ান প্রদেশের অপেরা দলে যোগ দেন এবং প্রধান গায়িকার ভূমিকা পালন করেন। এই কাজ ভালো হলেও তিনি আসলে ঐতহ্যিক গান পরিবেশন করতে খুব একটা পছন্দ করতেন না। সেই সময়ে চীনের রাজধানী বেইজিংয়ে রক, হিপহপ ইত্যাদি নতুন ধরনের সংগীত শোনা যেতো। ছেন লিন সিছুয়ান প্রদেশের অপেরা ট্রুপ থেকে বিদায় নিয়ে বেইজিংয়ে আসেন, এবং এখানে শিল্পীজীবন শুরু করেন।গান ২

১৯৯৩ সালে ছেন লিন বেইজিংয়ে বিখ্যাত সংগীত প্রযোজক ওয়াং সিয়াও চিংয়ের সঙ্গে পরিচিত হন। এই প্রযোজক ছেন লিনের প্রতিভার অনেক প্রশংসা করেন। তার সাহায্যে সেই বছরে ছেন লিন তার প্রথম অ্যালবাম ‘তোমার কোমলতা আমি বুঝতে পারি না’ প্রকাশ করেন। অ্যালবামটি অপ্রত্যাশিত সফলতা অর্জন করে এবং কয়েক মাসের মধ্যে ১৫ লাখ কপি বিক্রি হয়। ছেন লিন এই অ্যালবামের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। বন্ধুরা, এখন শুনুন ছেন লিনের খুব জনপ্রিয় একটি গান ‘তোমার কোমলতা আমি বুঝতে পারি না’।গান ৩

১৯৯৪ সালে ছেন লিন নতুন অ্যালবাম ‘আমাকে ভালোবাসি বলবে না’ প্রকাশ করেন এবং সে বছরের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরষ্কার পান। সেই সময়ে রক সংগীত একটি নতুন প্রবণতা ছিল; আর যারা রক সংগীত গাইতো তারা সাধারণত ছিল পুরুষ শিল্পী। এজন্য রক গানের নারী শিল্পী হিসেবে ছেন লিন সবার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। চীনে জনপ্রিয়তার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়াতেও ছেন লিনের গান বেশ জনপ্রিয় হয়। তিনিও চীনা গায়কের প্রতিনিধি হিসেবে সুইডেন ও ডেনমার্কে পারফর্ম করেন। বন্ধুরা, এখন শুনুন ছেন লিনের জনপ্রিয় গান ‘আমাকে ভালোবাসি বলবে না’।গান ৪

১৯৯৬ সালে ছেন লিন তাঁর নতুন অ্যালবাম ‘প্রেমে পড়তে ভয়’ প্রকাশ করেন। এই অ্যালবাম নিয়ে তিনি জাপানে এশিয়ার গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং শ্রেষ্ঠ গায়িকার পুরষ্কার পান। পরে ছেন লিন অস্ট্রিয়া ও মালয়েশিয়ায় কনসার্ট ট্রুর আয়োজন করেন। চীন ও বিদেশের পপ সংগীতের সঙ্গে ছেন লিনের যোগাযোগ বৃদ্ধি পায়। বন্ধুরা, এখন শুনুন ছেন লিনের একটি সুন্দর গান ‘ভাগ্য’।গান ৫

জনপ্রিয় হওয়ার পর নিজে গান গাওয়ার পাশাপাশি ছেন লিন একটি সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করে আরও শিল্পী অনুসন্ধান করতে থাকেন।  তারপর তিনি চীনা সংগীত মহলের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের জন্য বার্ডনেস্ট স্টেডিয়াম তৈরি হয়। ছেন লিন ছিলেন বার্ডনেস্ট স্টেডিয়ামে পারফর্ম করা প্রথম নারী শিল্পী। এটি গায়কের জন্য এটি অসাধারণ সম্মান ও স্বীকৃতি। বন্ধুরা, এখন শুনুন ছেন লিনের জনপ্রিয় একটি গান ‘শাংরিলা’।গান ৬

বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদেরকে ছেন লিনের আরেকটি সুন্দর গান ‘তুমি আমার বাসা’ শোনাবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করছেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।