‘দু’জনের সৌভাগ্য’
2021-04-25 19:43:50

‘দু’জনের সৌভাগ্য’_fororder_liang2

বন্ধুরা, গত অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আজকে আমরা আবারও তাঁর কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘ভীরু মানুষ’। গানের কথাগুলো এমন: তুমি কফি পছন্দ করো, তুমি ভিন্ন গান শুনতে থাকো। তোমার সব কিছু বিশেষ, প্রতিটি মুহূর্ত। কিন্তু আমার এত ভালো লাগে। তুমি আমাকে ভীরু ডাকো, আমি তা পছন্দ করি। তোমার এই মিষ্টি ডাক, আমার কাছে বেশ মিষ্টি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘সিন্ডারেলা’। গানের কথাগুলো এমন: হাত আঁকড়ে ধরছে উপহার। রাতে নতুন পোশাক আমার সঙ্গে রয়েছে। মধ্যরাতে তোমাকে উপহার দিব, সেই মুহূর্তে তোমাকে চুমু দিব।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘দু’জনের সৌভাগ্য’। গানের কথাগুলো এমন: আমরা আলাদা পানি, কিন্তু একসঙ্গে হই। সুতা ছাড়া ঘুড়ি কোন দিকে যায়, তোমার কণ্ঠ আমার কানের পাশে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র কণ্ঠে ‘সেই বছরগুলো’ গানটি। গানের কথাগুলো এমন: আবার সূচনাস্থলে ফিরে এসেছি। স্মৃতিতে তোমার যৌবনের মুখ। আমরা অবশেষে এই দিনে এসেছি, আজ ছেলে মেয়ের শেষ দেখা হয়। আবার সূচনাস্থলে ফিরে এসেছি, সেই বছরগুলোর কথা খুব স্মরণ করি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘বাধ্য হয়ে’। গানের কথাগুলো এমন: বাধ্য হয়ে বিদায় দেই। অনেক চেষ্টা করেও সুফল পাওয়া যায় না। অতীতকে বিদায় দিলে আমার আরো মুক্ত লাগে। আমার কথা মিস করো না, আমাকে আর চুমু দাও না।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘সে তোমাকে পছন্দ করে’। গানের কথাগুলো এমন: নিখুঁত কিছু চাই, অবশেষে আর কিছু পাই না। যদিও আমি অনেক চেষ্টা করি, তবে তুমি গুরুত্ব দাও না। তুমি তাকে পছন্দ করো, আর আমাকে উপেক্ষা করো।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)