সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন
2021-02-12 15:05:29

সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন_fororder_chunwan

ফেব্রুয়ারি ১২: চায়না মিডিয়াম গ্রুপ (সিএমজি) গতকাল (বৃহস্পতিবার) ‘২০২১ সালের বসন্ত উত্সব গালা’ আয়োজন করে। গালাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।  

প্রাথমিক পরিসংখ্যান অনুসারেয়, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত পর্যন্ত ২০২১ সালের বসন্ত উত্সব গালার দর্শকসংখ্যা ছিল ১১৪ কোটি, যা গত বছরের চেয়ে ৫৪.৮ কোটি বেশি। এর মধ্যে টেলিভিশনে এ গালা উপভোগ করেছেন ৫৭.১ কোটি জন, যা গত বছরের প্রায় সমান।

গালায় ‘অলিন্দ’ শীর্ষক পারফরমেন্সে চীনা জনগণের যৌথভাবে ভাইরাস প্রতিরোধের গল্প বলা হয়েছে। একজন চিকিত্সাকর্মী এ পারফরমেন্স দেখার পর বলেন, “একজন চিকিত্সাকর্মী হিসেবে আমিও কোভিড-১৯ মহামারী প্রতিরোধের কাজে অংশ নিয়েছি। এ অনুষ্ঠান আমাকে স্মৃতিকাতর করেছে। আমি একজন চিকিত্সাকর্মী হিসেবে গর্ব করি।”

সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন_fororder_chunwan4

কয়েকজন দশর্ক অনুষ্ঠানের ইতিবাচক মূল্যায়ন করেন। তাঁরা বলেন:

‘আমি চীনা জনগণের প্রশংসা করতে চাই। আমরা একসঙ্গে ভাইরাস প্রতিরোধ করেছি।’

‘নতুন বছরে আমি আমার দেশের আরও ভাল ও সুন্দর চেহারা দেখতে চাই। আমরা পরিশ্রম করে যাবো।’

‘যে-কোনো কঠিন সমস্যা চীনা জনগণ সমাধান করতে পারে। আমাদের রাষ্ট্র আরও শক্তিশালী হয়েছে।’

‘এবারের বসন্ত উত্সব গালা বিভিন্ন মহলের দর্শকদের চাহিদা পূরণ করেছে। সাংস্কৃতিক পদ্ধতিতে এতে ভালভাবে চীনা গল্প বলা হয়েছে।’

সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন_fororder_chunwan1

একজন শিশুদশর্ক বলে, ‘এবারের অনুষ্ঠান অনেক মজার, আমি আনন্দচিত্তে দেখেছি। আমার খুব ভালো লেগেছে।’

আসলে প্রতিবারের বসন্ত উত্সবের গালায় পুনর্মিলন ও আত্মীয়তার সম্পর্ক গুরুত্ব পায়। এবারের অনুষ্ঠানে ‘আত্মীয়তা’ শীর্ষক একটি গান ছিল। গানে সহজ কথায় আত্মীয়তা ও মানুষের মধ্যে এ সম্পর্কে অনুভূতি বর্ণনা করা হয়েছে। দশর্ক মাদাম চাও বলেন,

‘গানটিতে চীনা মানুষের রীতিনীতির কথা বলা হয়েছে। আমি বিশ্বাস করি, অধিকাংশ মানুষ আমার মতো গানটি শুনে অনেক মুগ্ধ হয়েছেন।’

সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন_fororder_chunwan2

‘জুঁই’ শীর্ষক নাচে দর্শকদের সামনে প্রাচ্যের শিল্প ও সুন্দর দৃশ্য বর্ণনা করা হয়েছে। দশর্ক মিস্টার ছেন বলেন, ‘আমার মনে হয়, এ নাচ তাত্পর্যপূর্ণ। জুঁই হলো চীনা মানুষের প্রতীক। আমরা এ নাচের মাধ্যমে বিশ্বের কাছে চীনকে তুলে ধরেছি।’

এবারের বসন্ত উত্সবের গালায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ছিল দেখার মতো। অনুষ্ঠানে ৮কে এইচডি ভিডিও ও এআই+ভিআর ৩ডি প্রযুক্তি ব্যবহৃত হয়। ক্লাউড ভিডিও দিয়ে দর্শক ও অভিনেতাদের মধ্যে একটি সেতু গড়ে তোলা হয়।

সিএমজি’র বসন্ত উত্সব গালা হলো চীনা মানুষের প্রতি বছরের বসন্ত উত্সবের অপরিহার্য অংশ। ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত ৩০ বারের বেশি এ গালা আয়োজিত হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটি বিশ্বের সর্বাধিক টিভি-দর্শকের শো হিসাবে স্থান পেয়েছে।

সিএমজি’র বসন্ত উত্সব গালা ও নব্যতাপ্রবর্তন_fororder_chunwan3

এবারের বসন্ত উত্সব গালা অনেক বিদেশি দর্শককেও আকর্ষণ করেছে। চীনে লেখাপড়া করছেন তাজিকিস্তানের শিক্ষার্থী কামোলভ মেহরোজ মাহমাদোভিচ। তিনি বলেন, ‘আমার জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল চীনা পোষাক শৌ। আমি চীনা লাল রঙের পোষাক পছন্দ করি। লাল রঙ হলো বসন্ত উত্সবের প্রতীক।’

কানসু প্রদেশে রাশিয়ার শিক্ষিকা প্রোনকিনা ওলগা এবারের গালায় রুশ নাচ দেখেছেন। তিনি বলেন, এর মাধ্যমে বিদেশে থেকেও তিনি নিজ দেশের উষ্ণতার ছোঁয়া পেয়েছেন।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, রাশিয়া, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ ১৭০টি দেশ ও অঞ্চলের ৬০০টিরও বেশি গণমাধ্যম এ অনুষ্ঠান সম্প্রচার করেছে। এ ছাড়াও, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে এবারের বসন্ত উত্সব গালা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। (ছাই/আলিম/ওয়াং হাইমান)