উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম শুরু ৮ জানুয়ারি
2021-12-31 19:47:55


ঢাকা, ডিসেম্বর ৩১: বাংলাদেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তির কার্যক্রম শুরু ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এদিন থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তিন ধাপে মেধা তালিকা প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে।

আগের বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কোনো পরীক্ষা হবে না। শুধু অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ক নীতিমালা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। যাতে ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফিসহ সব ব্যয় নির্ধারণ করে দেয়া হয়েছে।

১৯ থেকে ২৪শে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে জানিয়ে বলা হয়, অনলাইন ছাড়া অন্য মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে না। নীতিমালা অনুযায়ী ভর্তির কাজ শেষে আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

সাজিদ রাজু