অস্ট্রেলিয়ার উচিত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈষম্যমুক্ত ব্যবসা-পরিবেশ নিশ্চিত করা: বেইজিং
2021-12-31 11:22:59

ডিসেম্বর ৩১: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, অস্ট্রেলিয়ার উচিত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈষম্যমুক্ত ব্যবসা-পরিবেশ নিশ্চিত করা।

মুখপাত্র চাও বলেন, চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মূল উদ্দেশ্য পারস্পরিক কল্যাণ।  চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে, বাজার ও আন্তর্জাতিক নিয়ম এবং বিদেশি আইন মেনে চলার শর্তে, বিদেশে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয় বেইজিং। অস্ট্রেলিয়ারও উচিত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সমান, ন্যায়সঙ্গত ও বৈষম্যমুক্ত ব্যবসা-পরিবেশ সৃষ্টি করা।

যৌথভাবে চীনকে ঠেকানোর যে-প্রচেষ্টা জাপান ও অস্ট্রেলিয়া চালাচ্ছে, সেসম্পর্কে চীনা মুখপাত্র চাও বলেন, তৃতীয় কোনো পক্ষের অগ্রগতি ঠেকানোর লক্ষ্যে কোনো দ্বিপাক্ষিক সহযোগিতা পরিচালিত হওয়া উচিত নয়। আঞ্চলিক স্থিতিশীলতা লঙ্ঘনকারী যে-কোনো আচরণ ও ষড়যন্ত্রের দৃঢ় বিরোধিতা করে চীন। (সুবর্ণা/আলিম/মুক্তা)