প্রতিবেশী দেশগুলোর উদ্বেগকে উপেক্ষা করা জাপানের উচিত নয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-31 13:56:34


ডিসেম্বর ৩১: জাপানের উচিত প্রতিবেশী দেশগুলোর উদ্বেগকে আমলে নেওয়া, ইতিহাসকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা, দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেওয়া, এবং বিভিন্ন ঐতিহাসিক ইস্যুতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। এতে দেশটি আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে পারবে। সাদু দ্বীপের জিনশান এলাকাকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণার জাপানি আবেদন প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

তিনি বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, এলাকাটি নিয়ে বিতর্ক আছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া জাপানি আবেদনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং জাপানকে অবিলম্বে আবেদন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

মুখপাত্র চাও লি চিয়ান বলেন, এলাকাটিতে কোরীয় শ্রমিকদের দাসের মতো খাটতে বাধ্য করেছিল জাপান। সেটি জাপানি ঔপনিবেশিক শাসনের বেদনাদায়ক স্মৃতি। জাপানি সরকারও স্বীকার করেছে যে, এ এলাকায় জোরপূর্বক শ্রম আদায় করা হয়েছে। জাপান আগে এখানে ক্ষতিগ্রস্তদের স্মরণে একটি কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)