নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন সি-পুতিন
2021-12-31 19:43:38


ডিসেম্বর ৩১: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। 


সি চিন পিং তাঁর শুভেচ্ছা বার্তায় চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানান। 


তিনি বলেন, ২০২১ সাল হলো চীন-রাশিয়া সুপ্রতিবেশী, বন্ধুত্ব ও সহযোগীতা চুক্তির ২০তম বার্ষিকী। এ সময় দু’পক্ষের রাজনৈতিক আস্থা জোরদার হয়েছে। দু’পক্ষই মহামারীর প্রভাব মোকাবিলার চেষ্টা করে সার্বিক ও বাস্তব সহযোগিতা এগিয়ে নিয়ে অনেক সুফল অর্জন করেছে।  


চীনা প্রেসিডেন্ট বলেন, দু’পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় চালিয়ে আসছে, প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করছে এবং শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, ন্যায়বিচার, গণতন্ত্র, এবং স্বাধীনতার গোটা মানবজাতির অভিন্ন মুল্যবোধ রক্ষা করে চলছে। 


তিনি আরো বলেন, ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুপক্ষ মূল্যবান স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগায়। দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল আমাকে সন্তুষ্ট করেছে’। 


একই দিন, দু’দেশের প্রধানমন্ত্রীগণও নববর্ষের শুভেচ্ছাবার্তা বিনিময় করেন। (আকাশ/এনাম/রুবি)