‘সংবাদপত্রের স্বাধীনতার অজুহাতে যুক্তরাষ্ট্র হংকংয়ের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা করছে’
2021-12-31 13:33:28

ডিসেম্বর ৩১: সম্প্রতি হংকং পুলিশ অনলাইন পত্রিকা ‘স্ট্যান্ড নিউজ’-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এ প্রেক্ষাপটে, গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে চীনের বিরুদ্ধে ‘হংকংয়ে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন’-এর অভিযোগ আনেন। বলা বাহুল্য, এ অভিযোগ সত্য নয়। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বরং সংবাদপত্রের স্বাধীনতার নামে হংকংয়ের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা এমনটাই মনে করছেন।

 বিশ্লেষকরা বলছেন, ‘স্ট্যান্ড নিউজ’ সহিংসতা উস্কে দিয়ে আসছিল এবং পুলিশের প্রতি ঘৃণাও উস্কে দিচ্ছিল। হংকং জাতীয় নিরাপত্তা আইন জারি ও কার্যকর করার পরও এটি প্রচুর উস্কানিমূলক প্রবন্ধ প্রকাশ করেছে। বোঝা যায়, মিডিয়াটি অন্য দশটা সাধারণ মিডিয়ার মতো নয়, বরং ‘সংবাদপত্রের স্বাধীনতা’র নামে চীনবিরোধী ও হংকংয়ের শান্তিবিনষ্টকারী অপশক্তির দোসর।

হংকং পুলিশ সম্প্রতি তাই মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করে, যা ছিল আইনানুগ ও বাস্তবসম্মত। ব্লিঙ্কেন এক্ষেত্রে মন্তব্য করতে গিয়ে ‘দ্বৈতনীতির’ পরিচয় দিয়েছেন। তা ছাড়া, হংকং চীনের অভ্যন্তরীণ ব্যাপার। হংকংয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না বেইজিং। (প্রেমা/আলিম/ছাই)