চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নতুন বছরে সবার আগে আফ্রিকা সফরে যাবেন
2021-12-31 13:57:26


ডিসেম্বর ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, নতুন বছরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সবার আগে আফ্রিকা সফরে যাবেন। তিনি ২০২২ সালের ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ইরিত্রিয়া, কেনিয়া, ও কমোরোস সফর করবেন। এর পর তিনি মালদ্বীপ ও শ্রীলংকা সফরে যাবেন।

মুখপাত্র চাও বলেন, নতুন বছরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সবার আগে আফ্রিকা সফর করার ধারা বিগত ৩২ বছর ধরেই চলে আসছে। এর মধ্য দিয়ে চীন-আফ্রিকা ঐতিহ্যবাহী মৈত্রী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীনের আগ্রহ বোঝা যায়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সেনেগালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভিডিও-লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং নতুন সময়পর্বে চীন-আফ্রিকা সহযোগিতার নতুন প্রস্তাব তুলে ধরেন। আফ্রিকার বিভিন্ন পক্ষ এ প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)