লিথুয়ানিয়াকে অন্য দেশের কথায় না-চলতে চীনের পরামর্শ
2021-12-31 13:32:25

ডিসেম্বর ৩১: লিথুয়ানিয়াকে অন্য দেশের কথায় না-চলতে চীন পরামর্শ দেয়। দেশটির  সরকার ও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের উচিত জনগণের কথা শোনা এবং সবার আগে দেশ ও জনগণের মৌলিক স্বার্থ দেখা। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, যে-কোনো দায়িত্বশীল দেশের উচিত দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করা। তা না-হলে আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত হতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি লিথুয়ানিরার জনৈক বিশেষজ্ঞ চীনের সাথে সম্পর্ক খারাপ করার জন্য দেশটির সরকার ও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের সমালোচনা করেন। তিনি বলেন, তাঁর দেশ চীনের ব্যাপারে সঠিক নীতি থেকে দূরে সরে যাচ্ছে।

 (প্রেমা/আলিম/ছাই)