নববর্ষকে স্বাগত জানাল চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন
2021-12-31 22:19:38


ডিসেম্বর ৩১: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন আজ (শুক্রবার) সকালে তার নিজস্ব মিলনায়তনে নববর্ষকে স্বাগত জানিয়ে এক সংবর্ধনার আয়োজন করেছে। 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং তাতে উপস্থিত ছিলেন। 


চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও গণপ্রজাতন্ত্রী চীনের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে ওয়াং ইয়াং, ওয়াং হু নিং, চাও লে চি, হান চেং, ওয়াং ছি সান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ তাতে যোগ দেন।


সভায় নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশনের প্রধান, নির্দলীয় সম্মানিত ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও রাজধানীর জনপ্রতিনিধিগণ একসঙ্গে নববর্ষকে স্বাগত জানান। 

         

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন। 


তিনি বলেন, ২০২১ সালের বিশেষ অর্থ রয়েছে। এসময় সিপিসি তার শততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। চীনে সার্বিক সচ্ছল সমাজ নির্মিত এবং চরম দারিদ্র্য দূর হয়েছে। 


তিনি আরো বলেন, ২০২১ সালে কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির মুখে এবং ভারী দেশীয় সংস্কার ও উন্নয়নের মিশন গ্রহণের প্রেক্ষাপটে সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের বিভিন্ন জাতির জনগণ মহামারী প্রতিরোধ করেছে, নতুন উন্নয়নের কাঠামো নির্মাণে এগিয়ে চলেছে এবং উচ্চ গুণগত মানের উন্নয়নে নতুন সফলতা অর্জন করেছে। 


তিনি বলেন, দেশে কৌলশগত প্রযুক্তির দ্রুত উন্নয়ন হচ্ছে। গণজীবিকা নিশ্চিত করার সক্ষমতা শক্তিশালী হয়েছে। পরিবেশ সভ্যতার নির্মাণ অব্যাহতভাবে এগিয়ে চলছে। বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ প্রশমন, দুর্যোগ-উত্তর উদ্ধার ও পুনর্গঠন কাজ নিশ্চিত হয়েছে। 


চীনা প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা এবং বাহিনীর আধুনিকায়ন দ্রুত এগিয়ে চলছে এবং সার্বিক জনগণতন্ত্রের উন্নয়ন অব্যাহত রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও মহামারী প্রতিরোধে বিশ্বের শীর্ষ স্থানে  রয়েছে চীন।

    

(আকাশ/এনাম/রুবি)