বছরের প্রথম ১১ মাসে ‘আরসিইপি’র ১৪টি সদস্যদেশের সঙ্গে চীনের ১১ ট্রিলিয়ন ইউয়ানের বাণিজ্য
2021-12-30 16:22:51


ডিসেম্বর ৩০: চলতি বছরের প্রথম ১১ মাসে ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি’ (আরসিইপি)-র ১৪টি সদস্যদেশের সঙ্গে চীনের আমদানি-রফতানি বাণিজ্যের মোট পরিমাণ ছিল ১০.৯৬ ট্রিলিয়ন ইউয়ান, যা চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৩১ শতাংশ। চীনের সাধারণ শুল্ক বিভাগ গতকাল (বুধবার) এ তথ্য প্রকাশ করে।

প্রকাশিত তথ্যানুসারে, চীনের শুল্ক সাধারণ বিভাগ বিভিন্ন পদ্ধতি ও প্ল্যাটফর্মের মাধ্যমে আরসিইপি’র সদস্যদেশগুলোর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে আমদানি-রফতানিসংশ্লিষ্ট বিভিন্ন কাজে সহায়তা দিয়ে আসছে।

উল্লেখ্য, ‘আরসিইপি’র সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ড এবং আসিয়ানের ১০টি দেশ। আসিয়ানের ৬টি সদস্যদেশ এবং ৪টি অ-আসিয়ান সদস্যদেশ আনুষ্ঠানিকভাবে এ চুক্তি অনুমোদন করেছে। ফলে, ২০২২ সালের পয়লা জানুযারি থেকে এ চুক্তি কার্যকর হতে যাচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)