চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য চীনকে দমন: বেইজিং
2021-12-30 20:51:20


ডিসেম্বর ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীন আইন অনুসারে চীনা কর্মকর্তাদের শাস্তি আরোপ করছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। তাদের এহেন আচরণের তীব্র বিরোধীতা এবং নিন্দা করছে এবং এসবের পাল্টা-ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।


জানা গেছে, মার্কিন পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, তথাকথিত ‘হংকংয়ের স্বশাসন আইন’ অনুযায়ী, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের কেন্দ্রীয় গণ-সরকারের যোগাযোগ কার্যালয়ের পাঁচজন উপ-পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।


এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, সম্প্রতি  চীন এ বিষয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছে। 


তিনি বলেন, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘হংকংয়ের ব্যবসার সতর্কতা’ প্রকাশের অজুহাতে হংকংয়ে নিযুক্ত কেন্দ্রীয় গণ-সরকারের যোগাযোগ কার্যালয়ের পাঁচজন উপ-পরিচালকসহ মোট সাতজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। চীন ‘বিদেশী শাস্তি বিরোধী আইন’ অনুসারে মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।


তিনি আরো বলেন,  যুক্তরাষ্ট্রের বার বার পুরোনো কথা বলার লক্ষ্য নিঃসন্দেহে হংকং ইস্যুকে কাজে লাগিয়ে চীনকে দমন করা। এটা অভিব্যক্ত হয়েছে যে, যুক্তরাষ্ট্র হংকংয়ের মানবাধিকার নিয়ে যে দরদ দেখাচ্ছে, তা একেবারে মিথ্যা, এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা লঙ্ঘনের লক্ষ্যে। (ইয়ু/এনাম)