নর্ডস্ট্রিম-২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ব্যবহারের জন্য প্রস্তুত: রুশ প্রেসিডেন্ট
2021-12-30 16:22:02


ডিসেম্বর ৩০: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) বলেছেন, নর্ডস্ট্রিম-২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। তিনি এদিন এক ভিডিও-সভায় এ তথ্য জানান।

পুতিন বলেন, ইউরোপীয় পক্ষ সম্মত হলে, রাশিয়া অবিলম্বে গ্যাস সরবরাহ শুরু করবে। এ পাইপলাইনের মাধ্যমে তাঁর দেশ প্রতিবছর ৫৫০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করবে। এতে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম কমে আসবে।

নর্ডস্ট্রিম-২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বিস্তৃত। এ পাইপলাইন দুটি শাখালাইন নিয়ে গঠিত, যার মাধ্যমে ইউক্রেনকে বাইপাস করে রুশ গ্যাস জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশে সরবরাহ করা যাবে। চলতি বছর শেষ হবার আগেই এর নির্মাণকাজ শেষ হবে বলে রুশ কম্পানি গ্যাজপ্রম গত সেপ্টেম্বরে জানিয়েছিল। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)