আরো বেশি বিদেশি পুঁজি আকর্ষণ করবে চীন
2021-12-30 16:19:57


ডিসেম্বর ৩০: সদ্য সমাপ্ত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসভায় বলা হয়, চীন তার উচ্চ মানের উন্মুক্তকরণ আরো সম্প্রসারণ করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদেশি বাণিজ্য স্থিতিশীল করবে এবং শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করবে। আগামীতে বিদেশি পুঁজি আকর্ষণ আরো জোরদার করবে বেইজিং।


সম্প্রতি চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও সাংবাদিকদের বলেন, বিদায়ী বছর চীনে বিদেশি বাণিজ্যের পরিমাণ ও আন্তর্জাতিক বাজারের অনুপাত নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে। বাণিজ্য খাতে বড় দেশ হিসেবে চীনের অবস্থান আরো মজবুত হচ্ছে। 


তিনি বলেন, আগামী বছর বিদেশি বাণিজ্যের উন্নয়ন অনিশ্চয়তার মুখে পড়বে। তবে সব ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় চীন বিদেশি বাণিজ্যকে স্থিতিশীল করার নতুন ব্যবস্থা গ্রহণ করবে। 


চীনা বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১১ মাসে চীনে বিদেশি পুঁজি আকর্ষণের পরিমাণ এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, তা গত বছরের পরিমাণের চেয়ে বেশি। ভবিষ্যতে চীন আরো বেশি বিদেশি পুঁজি আকর্ষণ করার ব্যবস্থা নেবে।

(আকাশ/এনাম/আনন্দী)