ওয়াং ই: চীনের শক্তির বিকাশ হচ্ছে শান্তিপূর্ণ শক্তির প্রবৃদ্ধি
2021-12-30 20:48:54

ডিসেম্বর ৩০: আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক উত্তেজনাকর ইস্যু সমাধানে চীনের ভূমিকা ব্যাখ্যা করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, চলতি বছর সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে তাড়াহুড়া করে বিদায় নেওয়ার ‘কাবুল মুহূর্ত’ দেখেছে। 

যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীনভাবে চলে যাওয়ার সময় আফগান জনগণকে গভীর মানবিক সংকটে ফেলে গেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিরাপত্তার বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। 


তিনি আরো বলেন, কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা তথা মানবতার বিনাশ হওয়ার দৃশ্য মানবজাতির স্মৃতিতে চিরকাল একটি দাগ হয়ে থাকবে। এটা তথাকথিত ‘গণতান্ত্রিক রূপান্তর’ ব্যর্থ হওয়ার ঐতিহাসিক চিহ্নে পরিণত হয়েছে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের আকস্মিক সংকট দেখে চীন চুপ করে বসে থাকেনি, প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আফগান জনগণকে জরুরি মানবিক সহায়তা দিয়েছে, বিশেষ করে, টিকা, খাদ্য এবং শীতকালীন সামগ্রী দিয়ে তাদের রক্ষা করেছে। 

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তান অর্থনীতি, জীবিকা, নিরাপত্তা, ব্যবস্থাপনাসহ নানা কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাই চীন অব্যাহতভাবে সকল আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করবে, আফগানিস্তানের পুনর্বাসনে সমর্থন দেবে, যাতে আফগান জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ থাকতে পারে। 

ওয়াং ই জোর দিয়ে বলেন, সত্য থেকে প্রমাণিত হয়েছে, চীনের শক্তির বিকাশ হচ্ছে শান্তিপূর্ণ শক্তির প্রবৃদ্ধি। চীনের প্রভাবের বৃদ্ধি হচ্ছে গঠনমূলক উপাদানের প্রতিফলন। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিরন্তরভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ত্বরান্বিত করায় ভূমিকা পালন এবং অবদান রাখতে ইচ্ছুক। 

(ইয়ু/এনাম)