২০২২ সালে শস্য চাষের জমির আয়তন স্থিতিশীল করবে চীন
2021-12-30 21:02:36

সম্প্রতি অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় গ্রাম-বিষয়ক কর্ম সম্মেলনে আগামী বছরে চীনের কৃষি, গ্রাম ও কৃষকদের কাজকর্মের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনে জোরালো ভাষায় উল্লেখ করা হয়েছে যে, চীনাদের ভাতের বাটি সবসময় নিজের হাতে ধরে রাখতে হবে এবং বাটিতে প্রধানত চীনের শস্য রাখতে হবে। কৃষি ও গ্রাম মন্ত্রী থাং রেন চিয়ান বলেন, সর্বাগ্রে শস্য চাষের আয়তন মোটামুটিভাবে স্থিতিশীল করা দরকার। বীজ ও আবাদী জমি এই দুই মূল বিষয়কে দৃঢ়ভাবে হাতে রাখতে এবং গভীরভাবে বীজ শিল্পের পুনরুজ্জীবন কার্যকর করতে হবে, যাতে খরা বা বন্যা তথা যে কোন সময় ফসল উত্পাদিত হতে পারে। নতুন বছরে এমন উচ্চ-মানের কৃষি জমির প্রাপ্যতা এবং ব্যবহার নিশ্চিত করতে হবে। 

২০২১ সালের ৭ জুন চীনের হোপেই প্রদেশের গম ক্ষেতে ১০টিরও বেশি বড় আকারের সমন্বিত গম কাটার যন্ত্র কাজ করছে।

 

২০২১ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশের চাংইয়ে শহরের এক ভুট্টা শুকানোর ক্ষেতে কর্মীরা রোদে ভুট্টা শুকানোর কাজ করছেন। 


চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০২১ সালে চীনে মোট শস্য উত্পাদনের পরিমাণ ছিল ৬৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টন, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। চীনে টানা সাতবছর ধরে ৬৫ কোটি টনের বেশি শস্য উত্পাদিত হচ্ছে। চলমান মহামারী এবং কিছু কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ স্বত্ত্বেও চীনের অভ্যন্তরীণ খাদ্যশস্য বাজারে সরবরাহ পর্যাপ্ত এবং স্থিতিশীল রয়েছে।


 ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর হোনান প্রদেশের একজন কৃষক নিজের ক্ষেতের লাল ধান দেখছেন।


 


২০২১ সালের ৭ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের নেইচিয়াং শহরের এক লেবু সংগ্রহ কেন্দ্রে শ্রমিকরা লেবুগুলো পরিবহনযাত করছেন।


চীন শিল্প উন্নয়নে উদ্যোগ নেয়াসহ নানা পদ্ধতির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির প্রচেষ্টা চালিয়েছে, যাতে শস্য চাষে কৃষকরা উপযুক্ত লাভ পান। অনুমান অনুযায়ী, ২০২১ সালে চীনা কৃষকদের মাথাপিছু বার্ষিক আয় ১৮,০০০ ইউয়ান ছাড়াবে। 

(ইয়ু / এনাম)