নতুন বছরে বিশ্ব শান্তি, উন্নয়নে কাজ করবে চীনা কূটনীতি: ওয়াং ই
2021-12-30 16:21:08


ডিসেম্বর ৩০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে ২০২২ সালে চীনা কূটনীতির গুরুত্বপূর্ণ দিকসমূহ ব্যাখ্যা করেছেন। 


তিনি বলেন, নতুন বছরে চীন সর্বশক্তি দিয়ে সিপিসির ২০তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠানের সুষ্ঠু বাহ্যিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে।  


তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সুষ্ঠু আয়োজনে সমন্বয় জোরদার করবে এবং বৈশ্বিক প্রশাসন সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে চীন। 


চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারী-উত্তর চ্যালেঞ্জসমূহ ইতিবাচকভাবে মোকাবিলা করবে, এবং বৈশ্বিক অংশীদারি সম্পর্ক আরো সম্প্রসারণ করবে বেইজিং। 


তিনি আরো বলেন, নতুন বছরে চীন দৃঢ়ভাবে দেশের মৌলিক স্বার্থ রক্ষা করবে, অভ্যন্তরীণ উন্মুক্তকরণ ও উন্নয়নে কাজ করবে, এবং জনগণকে সেবা দেয়ার কূটনৈতিক নীতি অনুসরণ করবে। 


ওয়াং ই বলেন, ২০২২ সাল হবে চীনের ব্যাঘ্র বর্ষ। নতুন বছরে চীনা কূটনীতি বাস্তব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের সাথে একতা ও সমন্বয় জোরদার করবে। বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য প্রাণশক্তি প্রদান করবে এবং মানবজাতির অগ্রগতিকে এগিয়ে নেবে চীনা কূটনীতি।

 

(আকাশ/এনাম/আনন্দী)