মার্কিন প্রতিরক্ষা বিলে চীনসম্পর্কিত উস্কানিমূলক বক্তব্যের নিন্দা করল বেইজিং
2021-12-29 10:55:13


ডিসেম্বর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা বিলে চীন সম্পর্কে  নেতিবাচক ও উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, চীন যার তীব্র নিন্দা জানায়।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডাযুদ্ধের মানসিকতা ও ‘জিরো সাম গেম’ ধারণা পরিত্যাগ করতে হবে। দেশটির উচিত সঠিক দৃষ্টিকোণ থেকে চীনের উন্নয়ন ও চীন-মার্কিন সম্পর্ক মূল্যায়ন করা।

তিনি আরও বলেন, আলোচ্য প্রতিরক্ষা বিল চীন-মার্কিন সম্পর্কের আরও অবনতি ঘটাবে। এতে দু’পক্ষের মধ্যে সহযোগিতা হবে ক্ষতিগ্রস্ত।

উল্লেখ্য, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ অর্থবছরের জন্য গৃহীত উক্ত প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেন। এর অর্থমূল্য ৭৭০০০ কোটি মার্কিন ডলার। বিলে চীন সম্পর্কে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)