নিকারাগুয়ার ‘এক-চীননীতি’ প্রশংসনীয়: চীনা মুখপাত্র
2021-12-29 11:03:07

ডিসেম্বর ২৯: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, নিকারাগুয়ার সরকার চীনের সার্বভৌমত্বকে সম্মান করে ও ‘এক-চীননীতি’-তে অবিচল আছে, যা প্রশংসনীয়।

নিকারাগুয়ায় তাইওয়ানের সম্পত্তি জব্দ করে চীনে স্থানান্তর এবং এ ব্যাপারে তাইওয়ানের বিদেশবিষয়ক বিভাগের নিন্দা  সম্পর্কে মুখপাত্র চাও বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীনের সরকারই দেশটির বৈধ সরকার। চীনের সকল জাতীয় সম্পদ—তা দেশের ভিতরে বা বাইরে যেখানেই হোক না কেন—হচ্ছে চীনের।

তিনি আরও বলেন, তাইওয়ান কর্তৃপক্ষ চীনের জাতীয় সম্পদ স্থানান্তর করার মাধ্যমে দেশবিরোধী কাজ করছে, যা অবৈধ ও অ-কার্যকর। (প্রেমা/আলিম/ছাই)