চীনে মাথাপিছু খাদ্যশস্য রয়েছে ৪৭০ কেজি: ডব্লিউএফপি
2021-12-29 16:21:38


ডিসেম্বর ২৯: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) চীনে নিযুক্ত প্রতিনিধি সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, খাদ্যশস্যের নিরাপত্তা একটি দেশের অর্থনীতি এবং জনগণের জীবিকার সঙ্গে সম্পর্কিত এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের সঙ্গে  সরাসরি জড়িত।

 

তিনি বলেন, চীনে মাথাপিছু ৪৭০ কেজির বেশি খাদ্যশস্য আছে, তা বিশ্ব খাদ্য নিরাপত্তা রক্ষায় বড় অবদান রাখছে। পাশাপাশি, অন্য দেশের জন্য ভাল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

বিশ্বের ৬ শতাংশ মিঠা পানির সম্পদ, ও ৯ শতাংশ চাষের জমি দিয়ে ২০ শতাংশ লোকের খাদ্য সমস্যা সমাধান করেছে চীন। চীনে মাথাপিছু ৪৭০ কেজি খাদ্যশস্য আছে, তা বিশ্বের গড় মান ৪০০ কেজির চেয়ে বেশি।

 

২০২১ সালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার, এবং গ্রামীণ পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করেছে । চীনে নির্মিত জাতিসংঘের জরুরি মানবিক সহায়তা গুদাম মহামারি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করছে। (শিশির/এনাম/রুবি)