বাস্তব অর্থনীতির জন্য সেবার দক্ষতা বৃদ্ধি দরকার: চীনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
2021-12-29 16:18:25

ডিসেম্বর ২৯: সদ্য সমাপ্ত চীনের কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসভায় ২০২২ সালে অর্থনৈতিক কাজকর্মের মূল বিষয় হিসেবে স্থিতিশীল প্রবৃদ্ধিকে নিধারণ করা হয়েছে।

 

 এ প্রসঙ্গে চীনের কেন্দ্রীয় ব্যাংক দ্য পিপল’স ব্যাংক অব চায়নার গভর্নর ই কাং বলেন, বাস্তব অর্থনীতির জন্য সেবার দক্ষতা বৃদ্ধি করতে হবে। এজন্য তিনটি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। প্রথমত: অর্থ ঋণের পরিমাণের স্থিতিশীল বৃদ্ধি, দ্বিতীয়ত: ব্যাংকিং কাঠামোর স্থিতিশীল সুবিন্যাস, এবং তৃতীয়ত: ব্যাপক অর্থায়নে খরচের স্থিতিশীল হ্রাস।

 

আজ (বুধবার) চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। সেটি হলো বাস্তবতা। প্রথমত: সবার উচিত বাস্তবতার আলোকে অর্থনীতি-কেন্দ্রিক কাজ করে যাওয়া, দ্বিতীয়ত: বাস্তব অর্থনীতির জন্য সেবা প্রদান করা, এবং তৃতীয়ত: সকাল কার্যক্রম বাস্তবতার আলোকে এগিয়ে নেওয়া। (রুবি/এনাম/শিশির)