সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর কর্মসভায় সি চিন পিং
2021-12-29 19:32:31

ডিসেম্বর ২৯: গত ২৭ ও ২৮ ডিসেম্বর চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর বিষয়-ভিত্তিক কর্মসভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভার বিষয় ছিল সিপিসির ইতিহাস শিখা। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

 সভায় পলিট ব্যুরোর সদস্যরা নিজেদের সমালোচনা করে ভাষণ দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট এসব ভাষণের সারসংক্ষেপ তৈরি করেন।

প্রেসিডেন্ট সি বলেন, কর্মসভা খুব ভালো ও কার্যকর হয়েছে। সবাই চিন্তাভাবনা বিনিময় করেছেন, সমস্যা বের করে দিক-নির্দেশনা নির্ধারণ করেছেন, যা সিপিসির বিংশতম কংগ্রসের সফল আয়োজনের জন্য তাত্পর্যপূর্ণ।

 সি চিন পিং বলেন, গত একশ বছরে সিপিসি জনগণকে নিয়ে বিশ্বকে বিষ্মিত করা অগ্রগতি এবং মূল্যবান ঐতিহাসিক অভিজ্ঞতা অর্জন করেছে। পার্টির ইতিহাস সবচেয়ে সুন্দর পাঠ্যবই। সিপিসি ইতিহাসকে গুরুত্ব দেয়। চলতি বছরে পুরো পার্টি ও সমাজ সিপিসির ইতিহাস শিখা ও সম্প্রচার অভিযান চালাবে। এটি আস্থা বৃদ্ধি, ঐক্য জোরদার এবং সংগ্রামী চেতনা সম্প্রসারণের জন্য সহায়ক হবে।

 

রুবি/এনাম/শিশির)