চীন-রাশিয়া সম্পর্ক ইস্পাতের মতো শক্ত ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: বেইজিং
2021-12-29 11:04:01

ডিসেম্বর ২৯: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, চীন-রাশিয়ার নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক ইস্পাতের মতো শক্ত ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

 মুখপাত্র বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্ট বক্তব্য প্রশংসনীয়। চীন সবসময় স্বাধীন, স্বতন্ত্র, ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। পাশাপাশি, চীন বৈশ্বিক শান্তি ও শৃঙ্খলার অন্যতম রক্ষাকারী। নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজেও চীন অগ্রণী ভূমিকা রাখছে।

উল্লেখ্য,  গত সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমারা আন্তর্জাতিক মঞ্চে চীনের মতো কোনো সমান শক্তির প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। পশ্চিমাদের চীনবিরোধী আচরণ কখনও কখনও পাগলামির পর্যায়ে পৌঁছে যায়। (প্রেমা/আলিম/ছাই)